আন্তর্জাতিক

মনোনয়ন না পেয়ে কীটনাশক খেলেন নেতা

নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এক সাংসদ। এমন কাণ্ডে হতবাক তার দলের কেন্দ্রীয় নেতারাও। সেই সাংসদের নাম অবিনাশী গণেশমূর্তি। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় দল দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে)-এর নেতা তিনি। খবর, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গুরুতর সঙ্কটজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।তার পরিবারের তরফে জানানো হয়েছে, কীটনাশক খেয়েছিলেন সাংসদ। তারপর থেকেই এই অসুস্থতা। অনেকের মতে, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

অবিনাশী গণেশমূর্তি তামিলনাড়ুর ইরোড লোকসভা কেন্দ্রের বর্তমান এমপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তিনি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে জেতেন। তার আশা ছিল এবারও পার্টি তাকে মনোনয়ন দেবে।

ডিএমকে’র তামিলনাড়ু রাজ্য শাখার সাধারণ সম্পাদক দেশটির গণমাধ্যমকে বলেছেন, তাকে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করার কথা ভেবেছিল দল। এজন্য লোকসভা নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি।

উল্লেখ্য, ২০১৯ এর নির্বাচনের আগেও দুদফায় সংসদ সদস্য ছিলেন গণেশমূর্তি। ২০০৯ এবং ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনেও জিতেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *