কক্সবাজারচট্টগ্রাম

মহাসড়ক ঝুঁকিমুক্ত রাখতে থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান

মহাসড়ক ঝুঁকিমুক্ত রাখতে থ্রি হুইলার চলাচলের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ। এ সময় ৪৪টি যানবাহন আটক করে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গত এক মাসে এ অভিযানে মহাসড়ক থেকে ৩০টি টমটম ও নয়টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়। এছাড়া কাগজপত্র না থাকায় পাঁচটি মোটরসাইকেল আটক করে জরিমানা আদায় করা হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভুঁইয়া বলেন, মহাসড়কে কোন ধরনের থ্রি হুইলার চলাচল করতে দেয়া হবে না। এসব যানবাহনের কারণে দুর্ঘটনার প্রবণতা বাড়ে। আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান যাতে না উঠে এ বিষয়ে চালকদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। এছাড়া মহাসড়কের ২৯ কিলোমিটার অংশে তিন চাকার যান চলাচল বন্ধ করতে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *