মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা
নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদ করিম নামে এক যুবলীগ নেতা আহত হয়েছেন। তাকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সৈদয়ালী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘আহত মাসুদ করিম তার নিজ বাড়ির সামনে কয়েকজন নেতাকর্মী মিলে কথা বলছিল। এসময় মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা ও ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান লাবিবসহ ৮/১০ জনের নেতৃত্বে সশস্ত্র অবস্থায় যুবলীগ নেতা মাসুদ করিমের উপর উপর্যুপরি হামলা করে। এছাড়া, ইমাম ও ইসলাম নামে আরও দুই কর্মীকে ধাওয়া করে তারা। পরে আহত অবস্থায় মাসুদ করিমকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তাগিদ দিচ্ছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, প্রতিহিংসা এবং কোনো ধরনের সহিংসতাবিহীন নির্বাচনের। সেখানে এ ধরনের হামলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র বলে আমি মনে করি। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়ের করবো। একইসঙ্গে মামলার প্রস্তুতি নিচ্ছি।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, ‘জ্বি, হামলার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। তবে এখন পর্যন্ত হামলার বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি।’