চট্টগ্রাম

লংগদুতে ৩৫ কোটি টাকার ২০ প্রকল্প উদ্বোধন

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় ২০টি প্রকল্পের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রবিবার (১২ নভেম্বর) সকালে পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও এলজিইডির উন্নয়ন প্রকল্পের ৩৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত এসব প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকালে দীপংকর তালুকদার বলেন, ১৯৯৭ সালে বর্তমান সরকার শেখ হাসিনার হাত দরে যখন পাহাড়ে শান্তিচুক্তি হয়েছে। তখন একদল চুক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারা বলেছেন শান্তিচুক্তি হলে নাকি পাহাড়ে কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে। অথচ এখন পাহাড়ে যে হারে উন্নয়ন হচ্ছে আর কোন সরকার এমন উন্নয়ন করতে পারেনি।

লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুশিত চাকমা, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, সদস্য ওয়াশিংটন চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, সদস্য আছমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকৌশলী শামসুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এরশাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমুখ।

শেষে দীপংকর তালুকদার এমপি উপজেলার ২০টি প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তিনি লংগদু উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *