অন্যান্য

সন্ধ্যা ৭টা থেকে চন্দ্রঘোনায় চলবে ফেরি

কাপ্তাই বাঁধের পানি ছাড়ার কারণে বন্ধ হয়ে যাওয়া উপজেলার চন্দ্রঘোনা নৌপথে আবারো ফেরি চলাচল করবে। দীর্ঘ ৯ ঘন্টা পর সন্ধ্যা ৭টা থেকে ফেরি চলাচলের মাধ্যমে জনসাধারণ নদীপথ পারাপার হতে পারবে।

রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। তিনি বলেন, ‘কাপ্তাই বাঁধের পানি নিষ্কাশন দুপুর ২টায় বন্ধ হয়েছে। এতে করে চন্দ্রঘোনা ফেরি চলাচলে আর কোন ঝুঁকি নেই। তবে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে জোয়ার থাকার ফলে ফেরি যোগাযোগ সন্ধ্যা ৭টা থেকে পুনরায় চালু হবে। এতে করে রাঙামাটির সাথে বান্দরবান এবং রাজস্থলীর যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় রবিবার সকাল ৮টায় বাঁধের জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। তবে পানি ছাড়ার প্রায় ৬ ঘণ্টা পর দুপুর ২টার দিকে জলকপাটগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *