চট্টগ্রাম

অতিরিক্ত মূল্যে এলাচ বিক্রি, খাতুনগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের খাতুনগঞ্জে অতিরিক্ত মূল্যে এলাচ বিক্রিসহ নানা অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, আসন্ন রমজানকে সামনে রেখে চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় রশিদ না রাখার অভিযোগে মদিনা ট্রেডার্সকে ১০ হাজার, আজমির ভান্ডারকে ৩ হাজার, ফারুক ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরপর সরাসরি ডিও-এসও বিক্রির দায়ে ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার, দ্বীন এন্ড কোম্পানিকে ৫ হাজার এবং এলাচের বৃহত্তম আমদানিকারক মেসার্স আবু মোহাম্মদ এন্ড কোম্পানিকে আমদানি মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্যে এলাচ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর এবং কোতোয়ালী থানা পুলিশ সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *