চট্টগ্রামরাজনীতি

অভিজ্ঞতা-শ্রম দিয়ে উন্নয়নে কাজ করবো: আবদুচ ছালাম

চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাচঁলাইশ-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম পশ্চিম ষোলশহর এলাকায় গণসংযোগ করেছেন। তিনি বলেন অভিজ্ঞতা-শ্রম দিয়ে সিডিএ’র দায়িত্ব পালন করেছি একই ভাবে এলাকার উন্নয়নে কাজ করবো

তিনি পশ্চিম ষোলশহরের মির্জাপুর, মোহাম্মদপুর, খতিবের হাট, নাজির পাড়া, হিন্দু পাড়া, সুন্নিয়া মাদ্রাসা, শ্যামলী আবাসিক, বিবির হাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

পরে রাতে অর্কিড স্কুল প্রাঙ্গণ, মওলানা নুর আহম্মদ কাদেরী বাড়ি, পাঁচলাইশের কমিশনার শফির বাড়ি স্থানীয় ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে মিলিত হন। এ সময় আবদুচ ছালাম বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন, আপনারা ঠকবেন না।

আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এতদুর এসেছি। আপনারা আমাকে মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন। আমার অভিজ্ঞতা, মেধা ও শ্রম দিয়ে এলাকার ভাগ্য উন্নয়নে কাজ করব। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ঊনার মনোনীত প্রতিনিধি হিসাবে চট্টগ্রামের উন্নয়নে কাজ করার সুযোগ হয়েছে। দিন রাত আমি এক করে কাজ করে গেছি। চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধা ও জলোচ্ছাসের হাত থেকে নগরীকে সুরক্ষা দিতে অনেক মেগা প্রকল্প আমি প্রিয় নেত্রীর কাছ থেকে অনুমোদন নিতে সক্ষম হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কেটলি মার্কায় ভোট দিয়ে জয়ী করলে এলাকার জনগণকে উন্নয়ন উপহার দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *