চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে পাঁচ সহকারী প্রক্টর নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিতে পাঁচ শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ স্বাক্ষরিত পাঁচটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব অর্পণ করা হয়।

নতুন সহকারী প্রক্টররা হলেন, ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক, সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন মিত্র, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাশ এবং ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রিফাত রহমান।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ বলেন, বিশ্ববিদ্যালয় অর্পিত দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য। আমরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করব। হলগুলোতে দীর্ঘদিন যাবৎ সিট বরাদ্দ নেই। সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা সিট বরাদ্দের বিষয়টা নিয়ে কাজ করব এবং যাতে বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক মানের র‍্যাংকে নিয়ে আসা যায় সেদিকেও নজর দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *