খেলা

আইপিএলের টাইটেল স্পন্সর থাকছে টাটা

আরও পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর থাকছে টাটা গ্রুপ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত প্রতি মৌসুম তারা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে ৫০০ কোটি রুপি দেবে। তাতে আগের চুক্তি থেকে বিসিসিআইয়ের আয়ও বেড়েছে ১৩১ কোটি রুপি।

এর আগে ২০২২ সালে চীনা স্মার্টফোন কোম্পানি ভিভোর জায়গায় টাইটেল স্পন্সর হয় টাটা। তখনকার রাজনৈতিক বিরোধসহ নানা কারণে চীন বিরোধী হাওয়ায় ভিভো চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল।

শুরুতে ২০১৮ সালে ভিভো এই স্পন্সর পেয়েছিল। যার মেয়াদ ছিল পাঁচ বছর। তখনকার চুক্তি অনুযায়ী তাদের ২ হাজার ১৯৯ কোটি রুপি দেওয়ার কথা ছিল। শেষ বছর চুক্তি থেকে বের হয়ে আসার মূল্য ধরা হয়েছিল ৫১২ কোটি রুপি। কিন্তু চুক্তিটি কোনও এক কারণে ৬ বছর স্থায়ী ছিল। যদিও করোনাকালে সেটি স্থগিত ছিল এক বছর!

পরে অবশ্য চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতিতে এই চুক্তি বহাল রাখা যায়নি। ২০২২ সালে টাটা টাইটেল স্পন্সর হতে এগিয়ে আসে। চুক্তি অনুযায়ী তারা প্রতি মৌসুম ৩৬৫ কোটি রুপি দিতে রাজি হয়। বাকিটা বহন করে ভিভো।

টাইটেল স্পন্সরের জন্য নিলামের দরপত্র কয়েকদিন আগেই ডেকেছিল বিসিসিআই। তাতে টাটা ছাড়াও অংশ নেয় আদিত্য বিড়লার মতো বড় শিল্প গোষ্ঠী। সেখানে আদিত্য বিড়লারা পাঁচ বছরে ২ হাজার ৫০০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আগের চুক্তিটি সফলভাবে শেষ হওয়ায় টাটাও একই পরিমাণ অর্থ দিতে রাজি হলে বিসিসিআই তাতে সম্মত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *