খেলা

আইপিএলের মাঠে কুকুরকে লাথি, ক্ষোভ ঝাড়লেন বরুণ ধাওয়ান

ক্রিকেট খেলার মাঠে কুকুর, বেড়াল, কবুতর বা কাকের ঢুকে পড়ার ঘটনা হরহামেশাই ঘটে। এতে খেলায় সাময়িক বিঘ্ন ঘটলেও বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় মাঠের খেলোয়াড়, আম্পায়ারসহ সংশ্লিষ্টরা। কারণ অবুঝ প্রাণীদের বোঝাবে কে? তাই তাদের ওপর নিষ্ঠুর হন না কেউ।

কিন্তু নিষ্ঠুরতাই দেখা গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ—আইপিএলের মাঠে। আইপিএল ম্যাচ চলাকালীন মাঠে হঠাৎ ঢুকে পড়া একটি কুকুরকে তাড়াতে লাথি মারা হয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

ঘটনাটিকে অনেক পশুপ্রেমীর মতো ভালোভাবে নেননি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। রীতিমতো ক্ষোভ ঝাড়লেন তিনি।

ভিডিওক্লিপটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এ অভিনেতা লিখেছেন, একটি কুকুর ফুটবল নয়। আর কুকুরটি কাউকে কামড়াচ্ছে না, ক্ষতিও করছে না। যাই হোক না কেন আরও ভালো ব্যবস্থা করা প্রয়োজন ছিল।

জানা গেছে, রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছিল গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া যখন বল করতে যাচ্ছিলেন, তখনই একটি কুকুর মাঠে ঢুকে পড়ে। এতে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ থাকে। কুকুরটিকে ধরার চেষ্টাও করেন হার্দিক। কিন্তু ব্যর্থ হন। কুকুরটি অনেকটা সময় খেলোয়াড়দের ফাঁকি দিয়ে মাঠেই ঘুরতে থাকে।

শেষ পর্যন্ত গ্রাউন্ডকিপার কুকুরটিকে ধরে ফেলে। আর এটিকে তাড়াতে লাথি মারতে দেখা গিয়েছিল তাদের।

বিষয়টি নজরে আসে‘স্ট্রিট ডগস অফ বম্বে’নামের সংগঠনের। তারা ইনস্টাগ্রামে আইপিএলের নিরাপত্তা এবং গ্রাউন্ড স্টাফদের সমালোচনা করে সেই লাথি মারার ভিডিও শেয়ার করে। এরপরই এটি ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *