আগুনে ছাই হল এহসানের চায়ের দোকান
আগুনে পুড়ে গেছে দোকানদার এহছানের শেষ সম্বলটুকও। হাত পুড়িয়েও বাঁচাতে পারেননি তার চায়ের দোকান। পুরো দোকান ঘরটি চোখের সামনেই পুড়ে ছাই। পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
গত শনিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে দোকান খুলে চা বানানোর জন্য গ্যাসের চুলায় আগুন ধরাতেই মুহূর্তে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে পুরো দোকান পুড়ে যায়।
এহছানের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা গ্রামে। বাবার নাম আবদুস শুক্কুর। তিন সন্তানের পিতা এহছানের বাড়িতে স্ত্রী-সন্তানদের সাথে বসবাস করেন বৃদ্ধ বাবা মা।
এহছান বলেন, প্রতিবেশী থেকে ধার ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকান ঘরটি চালু করি। ভালই চলছিল
আক্ষেপ করে এহসান বলেন, আয়ের সম্বলটুকু হারিয়ে ফেলেছি। এখন সংসার চালাবো কিভাবে আর এনজিওর কিস্তি শোধ করবো কিভাবে! কিছুই বুঝতে পারছি না। আজ বাজার করার টাকা কোথায় পাব!
স্থানীয়রা বলেছেন, দোকানদার এহছান খুব ভালো মানুষ। দোকান হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে। দোকান ঘরটি পুড়ে যাওয়ার পর জনপ্রতিনিধি ও প্রভাবশালী থেকে কোনো সহযোগিতা করা হয়নি।