আজ থেকে গার্মেন্টস কর্মীদের জন্য চলবে বিশেষ ট্রেন
গার্মেন্টস শ্রমিকদের জন্য আজ থেকে তিন দিন বিশেষ ট্রেন চলাচল করবে। ৭, ৮ ও ৯ তারিখের এ বিশেষ ট্রেনগুলো জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। আজকের ট্রেন ছাড়বে রাত ১১টায়।
গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও মিডিয়া সমন্বয়ক মো. হাসিবুর রহমান। তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে।
বিশেষ এ ট্রেনগুলো আজ থেকে আগামী তিনদিন রাত ১১টায় ছাড়বে। জয়দেবপুর থেকে ছেড়ে ট্রেনটির নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী স্টেশন হয়ে সবশেষ দিনাজপুরের পার্বতীপুর জংশনে পৌঁছানোর সম্ভাব্য সময় ভোররাত ৫টা ৫৫ মিনিট।
তবে, বরাদ্দকৃত সব টিকেট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। আর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে আসনবিহীন টিকিট পাওয়া যাবে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৭১৬টি, যার মধ্যে প্রথম শ্রেণির রয়েছে ২৪টি। ঈদের পরদিন থেকে তিন দিন ওই ট্রেনটি বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে গাজীপুরের উদ্দেশে চলাচল করবে।