আলি দাইয়িকে ছাড়িয়ে রোনালদোকে ছোঁয়ার অপেক্ষায় মেসি
কানাডার বিপক্ষে বেশ কয়েকটি শট নেন লিওনেল মেসি। কিন্তু সহায় হচ্ছিল না ভাগ্য।
অবশেষে বিরতির পর গিয়ে শেষ হয় অপেক্ষার প্রহর। জালে বল পাঠিয়ে দলের ব্যবধান বাড়ানোর পাশাপাশি আর্জেন্টাইন তারকা গড়েন রেকর্ডও। ছাড়িয়ে গেলেন আলি দাইয়িকে। আন্তর্জাতিক ফুটবলে এখন কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে তিনি।
আজ মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। প্রথম গোলটি হুলিয়ান আলভারেস করার পর ব্যবধান বাড়ান মেসি। ৫১তম মিনিটে ডি বক্সের কাছ থেকে আসা এনসো ফের্নান্দেসের জোরাল শট মাঝপতে পায়ের স্পর্শে দিক পাল্টিয়ে জালে পাঠান ইন্টার মায়ামি ফরোয়ার্ড।
মাঠে নেমে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি খেলার রেকর্ড গড়া মেসির এটি ছিল এই প্রতিযোগিতার চতুর্দশ গোল। এই গোলে সবমিলিয়ে ছয় আসরে স্কোরের রেকর্ডও গড়েন তিনি। আর আন্তর্জাতিক ফুটবলে ১৮৬ ম্যাচে মেসির এখন গোলসংখ্যা ১০৯টি। ১০৮ গোল করে মেসির পরে রয়েছেন আলি দাইয়ি। আর ২১২ ম্যাচে ১৩০ গোল করে সবার ওপরে রোনালদো।