চট্টগ্রাম

ইঞ্জিন সংকটে কক্সবাজার রুটে চালু হচ্ছে না কমিউটার ট্রেন

রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কাটছে না লোকোমোটিভ (ইঞ্জিন) সংকট। ফলে বাড়তি চাপ পড়ছে সচল ইঞ্জিনগুলোর ওপর। এরমধ্যে কক্সবাজার রুটে দুটো আন্তঃনগর ট্রেনের পর এবার কমিউটার চালুর উদ্যোগ নিচ্ছে রেলওয়ে। কিন্তু ইঞ্জিন সংকটে কারণে ঠিক কবে থেকে এই ট্রেন চালু হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

পাহাড়তলী ডিজেল লোকোমোটিভ কারখানার তত্ত্বাবধায়ক এহতেশাম মোহাম্মদ শফিক বলেন, ‘চট্টগ্রাম বিভাগে বর্তমান লোকোমোটিভ সংখ্যা ৯৭টি। তার মধ্যে সচল রয়েছে ৬০টি। আর ৩৭টির মেরামত কাজ চলছে।’

ইঞ্জিন বিশ্রামের বিষয়ে তিনি বলেন, ‘একটি ইঞ্জিন ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলের পর মিনিমাম ৩-৫ ঘণ্টা বিশ্রামের প্রয়োজন হয়। যেকোনো ইঞ্জিন রানিং করে এসেই পুনরায় চলাচল করা বিপজ্জনক।’

চট্টগ্রাম-কক্সবাজার রুটে কমিউটার ট্রেন চলাচলের বিষয়ে জানতে চাইলে রেল পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান সংস্থাপন ও অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট জাকির হোসেন বলেন, ‘নতুন রুটে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত আপাতত এই মুহূর্তে নেই। যদি ট্রেন চালু করতে হয় তাহলে রেলের আয়বর্ধক কন্টেইনারবাহী ট্রেন বন্ধ করতে হবে। সেই ট্রেনের ইঞ্জিন লাগিয়ে রুটে নতুন ট্রেন চালু করতে হবে।’

ফেব্রুয়ারি মাসে কক্সবাজার-চট্টগ্রাম রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু হবে কিনা, জানতে চাইলে রেলওয়ের কর্মব্যবস্থাপক (পূর্ব) সাইফুল ইসলাম বলেন, ‘আপাতত মাস দুয়েকের মধ্যে নতুন করে চট্টগ্রাম-কক্সবাজার রুটে কোনো কমিউটার বা আন্তঃনগর ট্রেন পরিচালনা সম্ভব নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *