ইপিজেডে কাঁচাবাজারের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
নগরের ইপিজেড থানার কলসিদিঘী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করেছে দুই ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট।
রবিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে কলসিদিঘীরপকেট গেট সংলগ্ন কাঁচাবাজারে আগুন লাগার এ ঘটনা ঘটে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ করেই আগুন আগুন চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে রাস্তায় নামি। এরপর দেখতে পাই পকেট গেট সংলগ্ন কাঁচাবাজারে আগুন লেগেছে। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।’
ফায়ার সার্ভিসের বিভাগীয় কন্ট্রোল রুমের অপারেটর জালাল আহমেদ সিভয়েসকে বলেন, ‘বিকেল ৩টা ১৫ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই। সেখানকার একটি কাঁচাবাজারে আগুন লেগেছে। আনুমানিক ৪টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণে আমাদের ইপিজেড ও বন্দর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। নির্বাপণের পর তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’