ইসরায়েলি বর্বরতার শিকার সাংবাদিক
গাজায় তথ্য সংগ্রহের সময় আল জাজিরার এক সাংবাদিককে আটক করে ইসরায়েলি বাহিনী। প্রায় ১২ ঘণ্টা জিম্মায় রাখার পর ছাড়া হয় ইসমাইল আল ঘোউল নামের ওই সাংবাদিককে।
ইসমাইল জানান, আল-শিফা হাসপাতালে তথ্য সংগ্রহ করছিলেন তিনি। এসময় তাকে আটক করে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ১২ ঘণ্টা তার ওপর চলে নির্মম নির্যাতন। দীর্ঘ এই সময় তাকে বাধ্য করা হয় শক্ত মেঝেতে উপুর হয়ে শুয়ে থাকতে। এসময় বাঁধা ছিলো তার চোখ ও হাত। চলে বেধড়ক পিটুনিও। আশপাশে চালানো হয় একের পর এক গুলি।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে, তাদের কাছে এই ঘটনার তথ্য চেয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সাংবাদিকদের কখনোই টার্গেট বানানো উচিৎ নয় বলে মন্তব্যও করেন ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র।