চট্টগ্রাম

ঈদবাজারে এবার সবচেয়ে বড় ‘থ্রেট’ আগুন

এবারের রমজানে ঈদবাজার ঘিরে অগ্নিকাণ্ডকে সবচেয়ে বড় ‘থ্রেট’ বলে মনে করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। তাই অন্য সব প্রস্তুতির চেয়ে এবার অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রস্তুতির ওপর সংশ্লিষ্টদের জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার (১১ মার্চ) নগরের দামপাড়া পুলিশ লাইনে এক মতবিনিময় সভায় তিনি এমন শঙ্কার কথা জানান। সভায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, দোকান-পরিবহন মালিক সমিতি, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘নগরের অনেকগুলো বিপনী বিতান বা ব্যবসায়িক কেন্দ্রের রাস্তা সংকীর্ণ, ঘনবসতি, আবাসিক এলাকা এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠান পাশাপাশি প্রচুর লোকজনের বসবাস। হেঁটে চলার লোকজনই অনেক। দোকানতো বাদই দিলাম। সেক্ষেত্রে আমাদের অধিক সচেতনতা থাকা দরকার।’

অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের ‘গোল্ডেন টাইম’ যাতে নষ্ট না হয়, রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি যাতে কোনোভাবে যানজটের কবলে না পড়ে কিংবা ‘সাইড’ না দেওয়ার প্রবণতায় না ভোগে সেদিকে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

পুলিশ কশিনার বলেন, ‘রাস্তায় যানবাহন থাকবে; বিষয়টি স্বাভাবিক। এ ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। কোথাও আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার জন্য সাধারণ মানুষের সহায়তা খুব জরুরি।’

সভায় ফুটপাত থেকে হকার উচ্ছেদের ফলে একটা নির্দিষ্ট সংখ্যক ক্রেতা মার্কেট-দোকানে যাবে উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বলেন, ‘যেসব হকার উচ্ছেদ হয়েছেন তাদের একটা ক্রেতা সাধারণ ছিল। না হলে তারা সেখানে বসতেন না। ক্রেতাদের কাছে তারা বিক্রি করতে পারতেন বলে তারা সেখানে বসতেন। এখনো বসার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে চেষ্টা করে যাচ্ছেন। তবে আমরা কোনো আপোষ করব না।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘হকারদের কাছে যে ক্রেতারা যেতেন তারা হয়তো মার্কেট প্রাইস থেকে কিছুটা কমে পেতেন। হকার উচ্ছেদের ফলে এখন এসব ক্রেতা মার্কেটে ভিড় করবেন। আপনারা হয়তো সেই দামে দিতে পারবেন না, তবে যাতে রিজেনেবল দামে পণ্য পণ্য বিক্রি করেন সেই আহ্বান থাকবে।’

নইলে হকার উচ্ছেদ কার্যক্রম টেকসই হবে না বলেও মনে করেন চসিকের এই কর্মকর্তা। হকার উচ্ছেদ টেকসই করতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *