জাতীয়

ঈদে বাড়তি ছুটির দাবি মন্ত্রিসভায় নাকচ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি থাকছে না।

সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি একথা বলেন। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আ ক ম মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, ছুটি যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ ছুটি বাড়ছে না।

আগামী ৯ এপ্রিল বাড়তি একদিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ‌্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন।

ঈদের ছুটির আগে সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটি। ঈদের পরও সাপ্তাহিক ছুটি এবং নববর্ষের ছুটি। সব মিলে ১০ দিনের মধ্যে দুই দিন কর্ম দিবস। এই দুই দিন ছুটির দাবি তুলেছিলেন সরকারি চাকুরেরা।

এরআগে গত বছর ঈদ-উল ফিতর এবং ঈদ-উল আজহার ছুটি একদিন করে বাড়ানো হয়েছিল। সেই সময় পাঁচ দিন করে ছুটি মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *