জাতীয়

ঈদ উপলক্ষে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে

আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ৯ এপ্রিল পর্যন্ত নতুন নোট নিতে পারবেন সাধারণ মানুষ।

বুধবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের সঙ্গে নতুন নোট বিনিময় করা হবে।

এছাড়া, ঢাকা শহরসহ সারা দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকেও আলোচ্য সময়ে ৫, ১০, ২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট প্যাকেটে করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *