কক্সবাজার

উখিয়ায় আটক ২৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আদালতে প্রেরণ

উখিয়ার পালংখালী রহমতের বিল সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ ২৩ রোহিঙ্গাকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের থানা থেকে পুলিশ ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে কক্সবাজার আদালতে নিয়ে যায় উখিয়া থানা পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমার থেকে পালিয়ে আসা অস্ত্রধারী ২৩ রোহিঙ্গা নাগরিককে স্থানীয় জনতা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

শুক্রবার দুপুরে বালুখালীর বিওপির নায়ক সুবেদার শহিদুল ইসলাম বাদী হয়ে ওই ২৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এরপর আমরা তাদের শনিবার আদালতে পাঠিয়েছি। আমাদের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

তিনি আরও জানান, পালিয়ে আসা ওই যুবকদের হেফাজত থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, ৮৬৮ রাউন্ড গুলি, পিস্তলের ২৪টি খালি খোসাসহ রাইফেল, ৫ রাউন্ড গ্রেনেট ফিউজ, ৬টি এসএমজির ম্যাগজিন, ৪টি এলএল এমজির ম্যাগজিন, ১টি জি-৩ রাইফেলের ম্যাগজিন ও পিস্তলের ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *