চট্টগ্রামবাঁশখালী

উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে রমজান কর্নারের উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে রমজান কর্নারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে লাইব্রেরির হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাঠকের জন্য তা খুলে দেওয়া হয়।

বিভিন্ন ইসলামিক বই, কুরআন-হাদিস নবী জীবনীর গ্রন্থ নিয়ে এই কর্নারের উদ্বোধন করা হয়। রমজানে পাঠকের জন্য বাড়তি সুযোগ নিয়ে আলাদা করে সাজানো হয়েছে এই কর্নার।

পাঠকরা পুরো রমজান মাসজুড়ে এই কর্নারে বসে রমজান বিষয়ক বিভিন্ন বিষয়ভিত্তিক বই পড়তে পারবেন। অনুবাদসহ কুরআন পাঠের পাশাপাশি বিভিন্ন তাফসির গ্রন্থ ও ইসলামিক বই পড়তে পারবেন। কর্নার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনাসভায় বক্তব্য রাখেন পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীম, মাওলানা শাহিনুর রহমান, লাইব্রেরির প্রশাসনিক কর্মকর্তা মোবারকা আকতার, গ্রন্থাগারিক জান্নাতুল হুরি, কলি আকতার প্রমুখ।

বিগত তিন বছর ধরে গ্রন্থাগার কর্তৃপক্ষ পবিত্র রমজান উপলক্ষ্যে ‘রমজান কর্নার’ চালু করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *