চট্টগ্রাম

উপজেলা নির্বাচন: ৪ উপজেলায় তিন পদে ৩২ জনের মনোনয়ন দাখিল

ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩২ জন প্রার্থী।

রোববার (২১ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।

এবারের নির্বাচনে চট্টগ্রামের ৪ উপজেলা রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানসহ ১৬৩টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন কার্যালয়ের তথ্যানুযায়ী, ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়ন জমা দেন।

এছাড়া হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। রাঙ্গুনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন দাখিল করেন। অন্যদিকে রাউজানে তিনটি পদের বিপরীতে মাত্র ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। তিন পদের বিপরীতে মোট ৩২টি মনোনয়ন জমা পেড়েছে। এর মধ্যে চেয়রাম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন জমা দেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই করা হবে।

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ হবে ২১ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *