চট্টগ্রাম

উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকালে আনোয়ারা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন এতে সভাপতিত্ব করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ। এ দিন প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক এনামুল হক, জাহাঙ্গীর আলম, আসমত আলী, জগন্নাথ দাশ, ফারুক হোসেন, রাকিব উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, ভলিবল, ক্রিকেট, টেবিলটেনিস, ব্যাটমিন্টন (ছাত্রছাত্রী) ইভেন্টে উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এখানে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা জেলায় অংশ নেবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *