আন্তর্জাতিক

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি

ভারতে এক দশক পর অবসান ঘটতে চলেছে এক দলীয় শাসনের। লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, প্রাথমিক ফলাফলে ২৯০ আসনে এগিয়ে এনডিএ। সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। এবার ৪০০ আসন পাওয়ার লক্ষ্য ঠিক করেছিলো নরেন্দ্র মোদির জোট। বুথফেরত জরিপেও ইঙ্গিত ছিলো সাড়ে তিনশর বেশি আসন পাবে তারা। তবে জরিপকে ভুল প্রমাণ করে চমক দেখিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’।

রাহুল গান্ধীর নেতৃত্বে প্রচার চালানো ‘ইন্ডিয়া’ জোট এখন পর্যন্ত এগিয়ে ২৩৫ আসনে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, পাঞ্জাব ও মহারাষ্ট্রে বড় ব্যবধানে জয় পেয়েছে বিরোধী জোট। বিজেপির শক্ত ঘাটি ঘাঁটি উত্তরপ্রদেশেও বেশি আসন পেয়েছে তারা।

ছয় সপ্তাহ ধরে ভোটাভুটির পর মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় গণনা। গত ১৯ এপ্রিল শুরু হয় সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোট মহাযজ্ঞ। ৭ ধাপের নির্বাচনের ভোটাভুটি শেষ হয় ১ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *