আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের ত্রাণ সহায়তায় পাশে দাঁড়ালো স্পেন

হামাসের সাথে কয়েকজন কর্মীর সম্পৃক্ততার অভিযোগে যখন জাতিসংঘের অঙ্গসংগঠন ইউএনআরডাব্লিউএ’তে অনুদান বন্ধ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বহু দেশ, ঠিক তখনই ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এলো স্পেন। সংগঠনটিকে আরও ২০ মিলিয়ন ইউরো অতিরিক্ত সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার, মাদ্রিদে ইউএনআরডাব্লিউএ’র প্রধান ফিলিপ লাজ্জারিনির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। জানান, যুদ্ধবিধ্বস্ত গাজায় চলমান মানবিক কার্যক্রম আরও বেগবান করতেই নতুন তহবিল পাঠাবে দেশটি। যা ব্যবহার করা হবে, ফিলিস্তিনিদের খাদ্য ও জরুরি চিকিৎসার কাজে।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ইউএনআরডাব্লিউএ গাজায় কার্যক্রম পরিচালনাকারী জাতিসংঘের সবচেয়ে বড় সংস্থা। গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ায় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান করে আসছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *