এবার রাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ
এবার অনিয়ম-দুর্নীতির অভিযোগ ও শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
রবিবার (১৮ আগস্ট) রাতে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা নিজে। তবে উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতারের মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগদানের কয়েকমাস পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আসলেও সম্প্রতি শেখ হাসিনার সরকার পতনের পর তা প্রকাশ্যে আসে। রবিবার সকালে রাবিপ্রবি শিক্ষক সমিতির জরুরি বৈঠক শেষে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম দেয় শিক্ষকরা।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা আলাদাভাবে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবি জানায় এবং পদত্যাগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাযক্রম বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে রাতেই পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের এই শীর্ষ দুই কর্মকর্তা।
এর আগে, শনিবার প্রক্টর ড. নিখিল চাকমা ও সহকারী প্রক্টর জি এম সাখাওয়াত হোসেন পদত্যাগ করেন। তারও আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন রাবিপ্রবির ছাত্রী হলের সহকারী প্রভোস্ট গৌরব চাকমা।
এদিকে প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করায় কার্যত ‘অভিভাবক শূন্য’ হয়ে পড়েছে পাহাড়ের এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি।