দেশজুড়ে

এসিল্যান্ডের গাড়িচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুত গতির গাড়ির চাপায় ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) নামের এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন। গাড়িটি সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গাড়িতে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত’ লেখা ছিল।

রোববার (৩১ মার্চ) বিকেলে সোনারগাঁ পৌরসভার মুন্সিরাইল বাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে বসা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম ও তার গাড়ি চালক।

নিহত ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে। দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহতের ভাতিজা যোবায়ের হোসেন জানান, ওয়াহিদ হোসেন দিলীপ স্থানীয় একটি মার্কেটে দোকান নিয়ে টাইলস ব্যবসা করেন। রোববার বিকেলে তিনি আদমপুর বাজারে যাওয়ার পথে আমিনপুর এলাকায় সাদা রঙের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মো: ইব্রাহিমের সরকারি গাড়ি দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে দিলীপকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নিহত পরিবারের সাথে আমাদের আলোচনা চলছে। এসিল্যান্ডের গাড়ির চালকের গাফলতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *