করোনাতে দূরে থাকা ব্যক্তিরা এখন মানুষকে কাছে টানবে: ফরিদ মাহমুদ
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী নগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, করোনা মহামারীতে প্রাণের ভয়ে যারা মানুষ থেকে দূরে ছিলো, তারা এখন মানুষকে কাছে টানতে চাইবে। নির্বাচন এলে যে সব মানুষ ভোট চাইতে আসে তাদের সম্পর্কে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। যাদের সুখে দুঃখে সব সময় পাশে পাবেন তাদের আপনারা ভোটের মাধ্যমে নির্বাচন করবেন।
গতকাল রাতে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডের বিএস টাওয়ারের প্রার্থীর প্রধান নিবার্চনী কার্যালয়ে চট্টগ্রাম-১০ আসনের নারী নেত্রীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নারী নেত্রী শাহানা আক্তার শিলার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক জামাল উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ, সাংবাদিক জুবায়ের ছিদ্দিকী, নারী নেত্রী আমেনা বেগম, কোহিনুর আক্তার, সানজিদা বেগম, ফেরদৌসী বেগম ও লাখী বেগম।
শেষে নেতৃবৃন্দরা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ক্যাটলি মার্কা ভোটের মাধ্যমে ফরিদ মাহমুদকে ১০ আসনের একজন অভিভাবক হিসেবে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।