চট্টগ্রাম

চট্টগ্রামে টেম্পু স্ট্যান্ড দখল নিতে গুলি বিনিময়

চট্টগ্রামে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদা তুলত একদল চাঁদাবাজ। গত জাতীয় সংসদ নির্বাচনের পর র‌্যাব অভিযান চালিয়ে কয়েকজন চাঁদাবাজকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে বেরিয়ে আসে। কয়েক দিন চাঁদা আদায় বন্ধ থাকলেও ফের শুরু হয়।

দুইদিন ধরে পুলিশ হোসেনসহ তাদের গ্রুপকে ফের তাড়িয়ে দিলে আরেকটি গ্রুপ চাঁদা আদায় শুরু করে। দখল-বেদখলকে কেন্দ্র করে রাত পৌনে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে অন্তত ১০ রাউন্ড গুলি বিনিময় হয়। কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটেছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ উপস্থিত হওয়ার পর দুই পক্ষই পালিয়ে যায়। আমি চালকদের স্পষ্টভাবে বলে দিয়েছি আর কাউকে যেন চাঁদা না দেয়। কেউ চাঁদা চাইলে আমরা ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *