কাপ্তাই লেকে অভিযানে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
রাঙামাটির কাপ্তাই লেকে মৎস্য অধিদপ্তর ও বিএফডিসির সমন্বিত অভিযানে কাপ্তাই লেক হতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুর ২টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে কাপ্তাই লেকের জেটিঘাট এলাকা হতে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করার সময় কাপ্তাই লেকে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
তিনি আরও বলেন, অভিযানে নিষিদ্ধ ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
অভিযান শেষে জব্দকৃত জালগুলি সন্ধ্যা সাড়ে ৭ টায় কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার বিএফডিসির অফিস প্রাঙ্গনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপ-কেন্দ্র প্রধান মোঃ জসিম উদ্দিনসহ কাপ্তাই নৌ পুলিশেরর সদস্যরা, উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।