চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে পানি সংকট, রাঙামাটির ৬ উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

কাপ্তাই হ্রদের নাব্যতা সংকটের কারণে রাঙমাটির ৬ উপজেলায় শনিবার থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতি। তবে এই সময় যে উপজেলায় যতটুকু যাওয়া সম্ভব হবে, সে উপজেলায় ততটুকু যাবে যাত্রীবাহী বোট।

বিলাইছড়ি-লংগদু-বরকল-জুরাছড়ি-বাঘাইছড়ি- নানিয়ারচর উপজেলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতি বছর শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় নৌপরিবহনসহ কাপ্তাই হ্রদ ঘিরে তৈরি হয় নানা সংকট।

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও কমে গেছে। হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কাপ্তাই হ্রদ বেষ্টিত নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইড়ির বিস্তীর্ণ জলাভূমি শুকিয়ে এখন পরিণত হয়েছে মাঠ-প্রান্তরে। হ্রদজুড়ে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর।

রাঙামাটি অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন বলেন, কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ায় শনিবার থেকে সব কয়টি উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। হ্রদের নাব্যতা কমে যাওয়ায় হ্রদের মূল চ্যানেলগুলো পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। যার কারণে লঞ্চ চলাচল করতে পারছে না। বৃষ্টি বা উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়লে লঞ্চ চলাচল শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *