চট্টগ্রাম

ক্ষমতার দম্ভ কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী নই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ক্ষমতার দম্ভ, অহংকার, ক্ষমতার অপব্যবহার কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় আমি বিশ্বাসী নই।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণরা কিভাবে চট্টগ্রামের উন্নয়নে অবদান রাখতে পারে, তরুণদের কিভাবে কর্মসংস্থান হবে সে বিষয়টি নিয়ে আমাদের বিশেষভাবে কাজ করতে বলেছেন। সে লক্ষ্যেই কাজ করবো।

শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রামকে কেন্দ্র করে অনেক অবকাঠামো তিনি করে দিয়েছেন। সুদূর টেকনাফ থেকে ফেনী পর্যন্ত নানান ধরনের আন্তর্জাতিক মানের উন্নয়ন এখানে হয়েছে। যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবো।

তিনি বলেন, এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, প্রগতিশীল রাজনৈতিক দলের যে নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আলোচনা করে ‘ইকনোমিক ইকো সিস্টেম’ তৈরি করতে এবং অর্থনীতির সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক সেটা যাতে আমরা সৃষ্টি করতে পারি সে বিষয়ে কাজ করবো।

সেইসঙ্গে জলাবদ্ধতা প্রকল্পসহ চট্টগ্রামে যে প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে সেগুলো দ্রুত সময়ে শেষ করা। চট্টগ্রামের মেয়র মহোদয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কাজগুলো সমন্বয় করে দ্রুত শেষ করার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *