চট্টগ্রামরাজনীতি

‘ক্ষমতার লোভ এত রসালো যে, যা শেষ বয়সেও ছাড়া যায় না’

চট্টগ্রাম-১০ নির্বাচনি আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ বলেছেন, ‘ক্ষমতার লোভ এত রসালো যে, যা শেষ বয়সেও ছাড়া যায় না। ক্ষমতা পেতে মানুষ বারবার ভোল পাল্টায়, নীতি পাল্টায়, প্রয়োজনে বিশ্বাসঘাতকতাও করে। মানব সেবার অজুহাত, ভালো মানুষ সাঁজার অজুহাত, অনেক বিশেষণে নিজেকে তুলে ধরার চেষ্টা করে। বহুরূপী এই মানুষগুলো জনগণকে বারে বারে বোকা বানায়। জনগণ এখন আগের মতো আর বোকা নেই। এইবার জনগণ ক্ষমতালিপ্সুদের জবার দেবে।

রোবরার (২৪ ডিসেম্বর) ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে নগরের ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি শহীদ নগর জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দোস্ত মোহাম্মদ, মোতয়াল্লী জসিম উদ্দিন, জালাল উদ্দীন আহমেদ, মাওলানা আব্দুল খালেক, মোয়াজ্জিন মোহাম্মদ শফি, শফিউল আজম, জাহেদুর রহমান সুমন প্রমুখ।

পরে তিনি সাগরিকা মুরগী ফার্ম, বাইন্যা পাড়া, নাথ পাড়া, সরাই পাড়া লোহার পুল, হরি মন্দির, শহিদ নগর, বিটেক বাজার এলাকায় গণসংযোগ করে জনগণের কাছে কেটলি মার্কায় ভোট চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *