খাগড়াছড়িতে বিজয়ী যারা
খাগড়াছড়ি সদর উপজেলা, দীঘিনালা এবং পানছড়ি উপজেলা নির্বাচনের প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুসারে জয় পেয়েছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো. দিদারুল আলম, ১৬ হাজার ৮৩২ ভোট পেয়ে জয় লাভ করেন। ভাইস-চেয়ারম্যান পদে তালা প্রতীকে ১৬ হাজার ২৯১ ভোট এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে কল্যাণী ত্রিপুরা ১৭ হাজার ৪৭১ ভোট পেয়ে জয় লাভ করেন।
গত মঙ্গলবার (২১ মে) রাতে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাঈমা ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে চন্দ্র দেব চাকমা ২৪ হাজার ৮৩২ ভোট পেয়ে জয় লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে সৈকত চাকমা ২৪ হাজার ১৯ ভোটে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে মনিতা চাকমা ২১ হাজার ২৬৩ ভোট পেয়ে জয় লাভ করেন।
দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ধর্ম জ্যোতি চাকমা ৩৩ হাজার ২১৪ ভোট পেয়ে জয় লাভ করেন। ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীকে সুসময় চাকমা ৩২ হাজার ৪৩৪ ভোটে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে সীমা দেওয়ান ৩০ হাজার ৮৫ ভোট পেয়ে জয় লাভ করে।
গত মঙ্গলবার (২১ মে) রাতে ২য় ধাপে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের খাগড়াছড়ি রিটানিং অফিসার ও খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ এ ফলাফল ঘোষণা করেন।