পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনী। এসময় ছয় শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) সকালের দিকে নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

গুইমারা সেনা রিজিয়নের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ৩২৬ পাহাড়ি ও ২৭৮ বাঙালি নারী-পুরুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়কের নেতৃত্বে চিকিৎসা ক্যাম্পে সেবা দেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শামিলাহ আজমাত নাবিরা এবং দন্ত চিকিৎসক কাজী মো. সালাহ উদ্দিন শাকিল।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে চিকিৎসা বঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সেনাবাহিনী কাজ করছে। চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে সেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সেবার পাশাপাশি পাহাড়ে শিক্ষা বিস্তারেও সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিলো এবং থাকবে।

এদিকে, চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে আপ্লুত উপকারভোগীরা।

মো. কালা মিয়া নামের একজন বলেন, সেনাবাহিনী আমাকে চিকিৎসার পাশাপাশি ওষুধ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *