চট্টগ্রাম

খাতুনগঞ্জে চিনির ‘গায়েবি’ দাম

চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি চিনি বিক্রয়কারী প্রতিষ্ঠান আর এম এন্টারপ্রাইজ আর নাবিল গ্রুপ। দুটো প্রতিষ্ঠানের একটিতেও নেই ক্রয়-বিক্রয় রশিদ। ‘গায়েবি’ দামে চলছিল চিনির বেচাকেনা। অন্যদিকে দ্বিগুনেরও বেশি দামে বিক্রি হচ্ছে এলাচ!

রবিবার (১০ মার্চ) দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে এই অনিয়ম ধরা পড়েছে জেলা প্রশাসনের অভিযানে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে আর এম এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং নাবিল গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এলাচের সবচেয়ে বড় আমদানিকারক এ বি ট্রেডার্সকে অতিরিক্ত মূল্যে এলাচ বিক্রির জন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘কয়েকদিন আগে এস আলম সুগার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে খুচরা বাজারে চিনির দাম কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা বেড়েছে। তবে পাইকারি বাজার স্থিতিশীল রয়েছে। আসন্ন রমজানে যেন চিনির পাইকারি ও খুচরা বাজার দুটোই স্থিতিশীল থাকে সে উদ্দেশ্যে অভিযান চালানো হয়েছে। চিনি বিক্রয়কারী দু’টি প্রতিষ্ঠান আর এম এন্টারপ্রাইজ এবং নাবিল গ্রুপ কারো কাছেই কোন ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষিত ছিল না। ফলে তারা কত টাকায় কিনছেন বা বিক্রি করছেন তা আমরা জানতে পারছিলাম না। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এ সুযোগে বাজারে চিনির দাম বাড়িয়ে ফেলছে। এজন্য সতর্কতামূলকভাবে দুটি প্রতিষ্ঠানকে ৩০ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বি ট্রেডার্সের এলসি পর্যালোচনা করে দেখা গেছে, তাদের প্রতিকেজি এলাচ আমদানি করতে ট্যাক্স ও আনুসঙ্গিক অন্যান্য খরচসহ প্রায় ১ হাজার ৪৫০ টাকা পড়েছে। কৃষি বিপণন আইন অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৫ শতাংশ লাভ করলে দাম ১ হাজার ৬শ’ থেকে ১ হাজার ৭শ’ টাকার মধ্যে থাকার কথা। তবে ওই প্রতিষ্ঠানে এলাচ বিক্রি হচ্ছিল ২ হাজার ২শ’ থেকে ৩ হাজার ১শ’ টাকা পর্যন্ত। দ্বিগুণ দামে এলাচ বিক্রির ‘অপরাধে’ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, ওই প্রতিষ্ঠানের মালিক প্রতিশ্রুতি দিয়েছেন যে শ্রেণি অনুযায়ী, ১ হাজার ৬শ’ থেকে ২ হাজার টাকার বেশি তিনি এলাচ বিক্রি করবেন না।’

এর আগে ৪ মার্চ আমদানি দামের চেয়ে দ্বিগুণ দামে এলাচ বিক্রির ‘অপরাধে’ চট্টগ্রামের খাতুনগঞ্জের বৃহত্তম আমদানিকারক মেসার্স আবু মোহাম্মদ অ্যান্ড কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *