চট্টগ্রাম

গণসংযোগে যানজট, এম এ লতিফকে শো’কজ

গণসংযোগের সময় যানজট সৃষ্টির অভিযোগে চট্টগ্রাম ১১ (বন্দর–পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফকে শো’কজ করা হয়েছে।

গতকাল চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ ও উক্ত আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেযারম্যান আঞ্জুমান আরা তাকে শো’কজ করেন। শো’কজ আদেশে বলা হয়, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে (এম এ লতিফ) আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর কেন সুপারিশ করা হবে না তা আগামী ২৪ ডিসেম্বর রোববার বিকাল ৩ টার সময় ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত উপস্থিত হয়ে জবাব দাখিল করবেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান কমিটি এম এ লতিফকে শো’কজ করেছেন। শো’কজ আদেশে বলা হয়, ১৯ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আপনি (এম এ লতিফ) নগরীর ব্যস্ততম কদমতলি ডিটি রোডের সড়কের এক পাশে অবস্থানের কারণে যানজটের সৃষ্টি হয়, যাতে জনগণ মারাত্মক ভোগান্তিতে পড়ে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এ বিধি ৬ (১) (ঘ) বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *