চট্টগ্রাম

ঘন কুয়াশা: ঢাকার ফ্লাইট গেল সিলেট-চট্টগ্রামে

ঘন কুয়াশার কারণে সিঙ্গাপুর, দোহা ও গুয়াংজু থেকে আসা বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার তিনটি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করেছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে একটির ঘটনা নিশ্চিত করেছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

কামরুল ইসলামজানান, টানা কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় সমস্যা হচ্ছিল। আজও একই ঘটনা ঘটেছে।

সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল। এজন্য সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি বিমানের ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে৷

তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে ঢাকার বিমানবন্দরে নিম্নমানের ফিজিবিলিটি ছিল। ফলে সেটি চট্টগ্রামে গিয়ে সেখানে অবতরণ করে।

বিমানবন্দরের আরেকটি সূত্র জানিয়েছে, ইউএস বাংলার তিনটি ফ্লাইট ডাইভার্ট হয়েছে। এর মধ্যে একটি সিঙ্গাপুর থেকে আসা বাকি দুটি দোহা এবং গুয়াংজু থেকে এসেছিল। সেই দুটি ফ্লাইট ঢাকায় না নেমে সিলেটে অবতরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *