চট্টগ্রাম

‘সময়ের সেরা শিল্প মাধ্যম আবৃত্তি’

সফল মঞ্চায়নের পূ্র্ব শর্ত হলো যোগ্যতম শিল্পী। শিল্পী তাঁর সৃজনশীলতার নিবিড় আচ্ছাদনে নিবিষ্ট রাখেন শ্রোতাকে।

মঞ্চের চাকচিক্য যা-ই হোক না কেন, শিল্পীর পরিশীলিত উপস্থাপনায় দর্শক বুঁদ হয়ে থাকে। এটাই আবৃত্তি শিল্পের অব্যাহত ধারা। আবৃত্তি আজ সময়ের সেরা শিল্প মাধ্যম।

মুক্তধ্বনি আবৃত্তি সংসদ আয়োজিত ‘চেতনার দ্রোহে বহমান স্বাধীনতা’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ও সংবর্ধিত অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ লোকমান বলেন, আমরা যারা বিভিন্ন পেশার মানুষ তাদের সকলের শুদ্ধ বাংলা ভাষার চর্চার জন্য হলেও আবৃত্তি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবৃত্তি প্রতিবাদের উচ্চারণ শেখায়। আর তাতে সমাজের অন্যায়ের বরফ গলতে সাহায্য করে। নতুন প্রজন্মকে শুদ্ধ বাংলা ভাষার চর্চার জন্য হলেও প্রতিটি স্কুলে আবৃত্তি শেখার ব্যবস্থা করা প্রয়োজন।

অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সুনীল দে, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ছাবের হোসেন, মুজাহিদুল ইসলাম, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসেন রনি, মোফিজুল রহমান দুলাল, লায়ন হামিদা খাতুন পান্না, সঞ্চিতা তালুকদার, ফয়সাল রেজা, স্বর্ণা তালুকদার, চম্পাকলি বড়ুয়া।

একক আবৃত্তি পরিবেশন করেন মাসুম আজিজুল বাসার, মোহাম্মদ মছরুর হোসেন, আফতাব আহমেদ মাহবুব, মেহেদী হাসান আকাশ, মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *