চট্টগ্রামনগরজুড়ে

চট্টগ্রামে জামায়াতের মিছিল, জনমনে আতঙ্ক

শনিবার (৯ ডিসেম্বর) নগরের কর্নেল হাট ও পাঁচলাইশ এলাকায় জামায়াত নেতারা মিছিল করেছে। এ সময় জনমনে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিছিলের কথা  জানানো হয়।

এর মধ্যে কর্নেল হাট এলাকায় মিছিলের নেতৃত্ব দিয়েছেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং পাঁচলাইশ এলাকায় নেতৃত্ব দিয়েছেন মহানগর জামায়াতের মজলিশে শূরা সদস্য এম হাসান। মিছিলে নগর, থানা ও ওয়ার্ড নেতারা অংশগ্রহণ করেছেন বলে জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, স্বৈরাচার সরকার জনগণের সকল ধরনের অধিকার হরণ করেছে। বর্তমান তরুণ প্রজন্মের ভোটের অধিকারও হরণ করেছে এই বাকশালী আওয়ামী লীগ। তরুণ প্রজন্ম নতুন ভোটার হয়েও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রহসনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন ব্যবস্থাকে আবারও একটি প্রহসনের নাটকে রূপ দিতে যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণ যখন অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছে তখন হামলা, ভুতুড়ে মামলা ও গ্রেপ্তার করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। আদালতকে অপব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্বিচারে দমন-পীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বিচারের নামে প্রহসন করে জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের শাস্তি দেওয়ার চক্রান্ত চলছে। আদালতকে অত্যন্ত ন্যক্কারজনকভাবে ব্যবহার করে দেশের বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে।

মহানগর জামায়াতের মজলিশে শূরা সদস্য এম হাসান আটক হওয়া নেতৃবৃন্দকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *