চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাভেল এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিমান টিকিট, হোটেল বুকিংসহ নানান ভ্রমণসেবার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে দেওয়ার অভিযোগে ব্লু ড্রিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ৯ মালিক-কর্মচারীর নামে মামলা করেছেন এক ভুক্তভোগী।

চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন জসিম উদ্দিন নামে অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ ও শুনানি শেষে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদী জসিম উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি থানার উত্তর ধুরং দৌলতপুর গ্রামের হেদায়েত আলীর ছেলে। আরো পড়ুনঃ চট্টগ্রামে ৮৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

মামলার আসামিরা হলেন, ব্লু ড্রিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার সোনাইরকান্দি গ্রামের তোফাজ্জল হোসাইন ঠাকুরের ছেলে মো. আবদুল হালিম ঠাকুর (৫২), প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার বাঘাট গ্রামের মো. আহনাল শেখের ছেলে মো. ইব্রাহিম শেখ (৩৬), পরিচালক ঢাকার কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে মো. কাইয়ুম হোসাইন (৩১), ঢাকার পুরাতন কচুক্ষেত বাজার এলাকার মো. জহির উদ্দিনের ছেলে জাহিদ হাসান (২৬), চট্টগ্রামের ফটিকছড়ি থানার গামারী টিলা গ্রামের হাফেজ শাহ আলম চৌধুরীর ছেলে সুলতান মাহমুদ চৌধুরী (৩৭), ব্যবস্থাপক নরসিংদীর সদর থানার সাটারপাড়া গ্রামের মো. মাসুদুর রহমানের ছেলে মো. মনিমুর রহমান ওরফে ইভান (৪৪), অফিস সহকারী মো. নাজিম (২৫), সিইও এম মতিন সরকার (৫২), হেড অব অ্যাডমিন উম্মে সাবেরা (৩২)। ব্লু ড্রিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের চট্টগ্রামের ঠিকানা দেওয়া হয়েছে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ৯২ ট্যাক্স টাওয়ারের ৯ম তলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *