চট্টগ্রামজাতীয়রাজনীতি

চট্টগ্রামে ৮৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে চট্টগ্রামের ১৬টি আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৫ জন সম্ভাব্য প্রার্থী। জেলার দুই রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা।

চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাহুল দাশ

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জমান জানান, চট্টগ্রামে সোমবার পর্যন্ত ১৬টি আসনের জন্য ৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে ২৪, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১৫, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ৬, বাংলাদেশ তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি ২, কল্যাণ পার্টি ১, বিএনএফ ১, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ১, তৃণমূল বিএনপি ৪, এনপিপি ২, স্বতন্ত্র ২১ ও অন্যান্য দলের আরও পাঁচ জন মনোনয়নপত্র নিয়েছেন।

আরো পড়ুনঃ চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক চসিক মেয়র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *