খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান বিশ্রামে আছেন, লিটন দাসও পরিবারকে সময় দিতে ছুটি নিয়েছেন। নাজমুল হোসেন শান্ত টেস্টে নেতৃত্ব দিচ্ছিন। শাহাদাত হোসেন দীপুর হচ্ছে আন্তর্জাতিক অভিষেক। বাংলাদেশের ১০২তম টেস্ট খেলোয়াড় তিনি।

নিউজিল্যান্ড দলে রাচিন রবীন্দ্র ও নিল ওয়াগনারকে বাদ দিয়ে নেওয়া হয়েছে গ্লেন ফিলিপস ও কাইল জেমিসনকে।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন।

বাউন্ডারিতে রানের খাতা খুলেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর- প্রথম দিনের খেলা: বাংলাদেশ- ৪.২ ওভারে ৯/০ (জয় ৪*, জাকির ১*)

টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ প্রথম দুই ওভারে ৫ রান তুলেছে। ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। বাংলাদেশ রানের খাতা খুলেছে চার মেরে। ইনিংসের ষষ্ঠ বলে জয় টিম সাউদির বলে বাউন্ডারি মারেন। পরের ওভারে কাইল জেমিসনের বল জাকিরের প্যাডে লাগলে রিভিউ নেয় নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙতে পারেনি তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *