চট্টগ্রাম

চট্টগ্রামে দুই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রামের আনোয়ারা ও চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স, স্টাফসহ কর্মীদের অনুপস্থিতি, অপরিচ্ছন্নতাসহ বেশকিছু অনিয়ম পান সিভিল সার্জন। এর জবাব চেয়ে দুই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি।

শুক্রবার (১২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে চন্দনাইশ ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সিভিল সার্জন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ চিকিৎসক, নার্স, স্টাফসহ ১৩ জনকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত দেখেন। অন্যদিকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ চিকিৎসক ও পাঁচ কর্মীকে অনুপস্থিত দেখেন। তাছাড়া ওই দুই স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ অপরিচ্ছন্ন, যন্ত্রপাতি নষ্ট এবং চিকিৎসকদের পরনে অ্যাপ্রোন দেখতে পাননি।

এসব বিষয়ে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান ও আনোয়ারার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মামুনুর রশীদকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। পাঁচ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ৯ জুলাই মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়েছিলেন সিভিল সার্জন। সে সময় সাতজন চিকিৎসককে অনুপস্থিত দেখতে পান তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিনকেও দেন কারণ দর্শানোর নোটিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *