চট্টগ্রাম

চট্টগ্রামে প্রথম ‘জয় বাংলা কনসার্ট’ আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মরণে চট্টগ্রামে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। বেলা ১২টায় দর্শকের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। মূল আয়োজন শুরু হবে দুপুর ২টায়। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ এ আয়োজন করছে। ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অনলাইনে নিবন্ধনকারী দর্শকরা এ আয়োজন উপভোগ করতে পারবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘চট্টগ্রামবাসীকে কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছেন। আশা করছেন, দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণের মধ্যদিয়ে সফলভাবে শেষ হবে সংগীতের এই আয়োজন।’

২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্ট আয়োজন করা হলেও কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর মঞ্চে আয়োজিত হয়নি এ কনসার্ট। এছাড়া ২০২৩ সালে ৭ মার্চ পবিত্র শবে বরাত উপলক্ষে একদিন পিছিয়ে ৮ মার্চ কনসার্ট আয়োজন করা হয়। এবার প্রথমবারের মতো ঢাকার বাইরে হতে যাচ্ছে জয় বাংলা কনসার্টের অষ্টম আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *