চট্টগ্রাম

চট্টগ্রামে এক বছরে ভোটার বেড়েছে এক লাখ

বর্তমানে চট্টগ্রামে মোট ভোটার ৬৪ লাখ ২৫ হাজার ২৬৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৬৪ হাজার ২৭৭ জন এবং মহিলা ৩০ লাখ ৬০ হাজার ৯৩৩ জন। আর হিজড়া ভোটার ৫৮ জন।

শনিবার (২ মার্চ) ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত বছরের তুলনায় চট্টগ্রামে এবার ভোটার বেড়েছে ১ লাখ ১০ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৬৮৭ জন এবং নারী ৩৬ হাজার ১৮৪ জন। চট্টগ্রামে এক বছরে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন, নারী ভোটার ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন।

সূত্র আরও জানায়, নতুন করে ভোটার হওয়াসহ বর্তমানে চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৪ লাখ ২৫ হাজার ২৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৩ লাখ ৬৪ হাজার ২৭৭ জন। মহিলা ভোটার ৩০ লাখ ৬০ হাজার ৯৩৩ জন। আর হিজড়া ভোটার ৫৮ জন।

এদিকে, চট্টগ্রাম জেলাসহ চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় এক বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ১৭ লাখ তিন হাজার ৭৬০ জন। ৫ অঞ্চলের মোট ভোটার সংখ্যা ৯৪ লাখ ১৭ হাজার ১৬ জন। এরমধ্যে চট্টগ্রামে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। রাঙামাটি জেলায় নয় হাজার ২৭৩ জন ভোটার বেড়ে বর্তমানে ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৭২৭ জন, বান্দরবানে ৫ হাজার ৯০৯ জন বেড়ে বর্তমানে ২ লাখ ৯৩ হাজার ৯৩৯ জন, খাগড়াছড়ি জেলায় ১০ হাজার ৩৫৭ জন বেড়ে বর্তমানে ৫ লাখ ২৫ হাজার ৭৭৬ জন, কক্সবাজারে ৩৭ হাজার ৩৪৬ জন বেড়ে ভোটার সংখ্যা ১৬ লাখ ৮৮ হাজার ৩০৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *