চট্টগ্রাম

চট্টগ্রামে যেসব এলাকায় গ্যাস থাকবে না

চট্টগ্রাম ওয়াসার ‘মহানগর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন’ প্রকল্পের প্রথম পর্বের কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

রবিবার (৩০ জুন) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য জানায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

কেজিডিসিএল সূত্রে জানা যায়, চট্টগ্রাম ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প কাজে (চৌচালা মোড়, হালিশহর, চট্টগ্রাম এলাকায়) বিদ্যমান গ্যাস কোম্পানির ১০ ইঞ্চি ব্যাসের ১০টি বার বিতরণ লাইন এবং ৩ ইঞ্চি ব্যাসের ৪টি বার বিতরণ গ্যাস পাইপলাইনের গতিপথ পরিবর্তন করা হবে। তাই সংযুক্ত পাইপলাইনের গ্যাস সরবরাহ দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ রাখা হবে।

গ্যাস থাকবে না যেসব এলাকায়:

হালিশহরের চৌচালা মোড় হতে আব্দুল গফুর শাহ রোড, চান্দের পাড়া, ধূমপাড়া, পকেট গেট, বাদামতল, গাজী ওমর শাহ মাজার, ধোপা দিঘী, আনন্দ বাজার, মনির নগর, বাকের আলী ফকিরের টেক, কলসী দিঘী, বিজিবি হালিশহর, হালিশহর সেনানিবাস, আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, সুন্দরী পাড়া, মইনা পাড়া, নয়াবাজার, বেপারি পাড়া, হাজীপাড়া, পান্না পাড়া, মৌলভী পাড়া, শান্তিবাগ, শ্যামলি আবাসিক, পুলিশ লাইনস, ছোটপোল, বৌ বাজার, বড় পোল হতে দেওয়ানহাটের আশেপাশের এলাকা, উত্তর হালিশহর, মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, আগ্রাবাদ সিডিএ ও আগ্রাবাদের কিছু কিছু অংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য জানায় কেজিডিসিএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *