চট্টগ্রামস্বাস্থ্য

চট্টগ্রাম মেডিকেলে হচ্ছে দেশের প্রথম ‘অনকো নার্সিং’ কনফারেন্স

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যান্সার বিভাগের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মত নার্সদের ক্যান্সার রোগীর সেবায় প্রশিক্ষিত করতে আয়োজন করা হয়েছে অনকো নার্সিং কনফারেন্স।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরের রেডিসান ব্লু’র মোহনা হলে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে চট্টগ্রাম বিভাগের সরকারি-বেসরকারি প্রায় ১০টি হাসপাতালের শতাধিক নার্স অংশগ্রহণ করবেন।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক দেশের খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ হাই।

চমেক ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী বলেন, কনফারেন্সে ক্যান্সার নার্সদের কাজের উদ্দেশ্য ও ভূমিকা, সেবাদানকালে সর্বোত্তম সেবাদানের মূল বিষয়, ক্যান্সার সেবাদানের ভিত্তি, ক্যান্সার নার্সের রোগীর মানসিক স্বাস্থ্যের দিকে মনযোগের গুরুত্ব এবং জীবনের শেষ মুহূর্তের সেবা… এসব বিষয়ের ওপর বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *