চট্টগ্রাম

চন্দনাইশে ১১টি নিষিদ্ধ জাল জব্দ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাঙ্গু নদীতে অবৈধভাবে মাছ শিকার করায় ৩টি কারেন্ট জাল, ৫টি ভাসন জাল, ২টি ঘেরা জাল, ১টি ডুবোজাল সহ মোট ১১টি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে চন্দনাইশ উপজেলার বৈলতলী খোদার হাট ব্রীজ এলাকা থেকে শুরু করে দোহাজারী ব্রীজ পর্যন্ত নৌকায় চড়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল ৩টি, ভাসন জাল ৫টি, ঘেরা জাল ২টি, ডুবো জাল ১টি সহ মোট ১১টি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহ দোহাজারী ব্রীজ এর নিচে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে তাৎক্ষনিক কোনো অভিযুক্তকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অভিযানের খবর পেয়ে তারা জাল ফেলে পালিয়ে যায়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উক্ত অভিযানে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *