চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে ছাত্রলীগের উন্নয়ন কনসার্ট ও নবীন বরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেসে (ভিএক্স) উদ্যোগে উন্নয়ন কনসার্ট, আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) রাত আটটায় ‘ওয়ান্স অ্যাগেইন শেখ হাসিনা’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে আয়োজিত হয় এ অনুষ্ঠান।

ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হৃদয়ের সঞ্চালনায় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, তোমরা যারা নবীন আছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের নেতা আ জ ম নাসির উদ্দীনকে জননেত্রী শেখ হাসিনা পূর্বেও মূল্যায়ন করেছেন ভবিষ্যতেও করবেন। মৌলবাদী শক্তি বলে এদেশের জনগণের নাকি বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতা যদি নাই থাকে তাহলে তাদের নেতা বিদেশ থেকে ভিডিও বার্তা কীভাবে পাঠায়। তোমাদের প্রতি অনুরোধ তোমাদের শিক্ষাজীবন শুরু হয়েছে মাত্র। তোমাদের শেষটা যেন এমন হয় যাতে তোমরা চলে যাওয়ার পরে যেন মানুষ তোমাদেরকে দিয়ে উদাহরণ দেয়।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। চবি শাখা ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। কিন্তু অনেকসময় আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে সেই ইতিহাসগুলো ঢাকা পড়ে যায়। নতুন যারা আছেন হয়তো এটা অনেকেই জানেন না, সারা বাংলাদেশের যতগুলো ছাত্রলীগের ইউনিট আছে তার মধ্যে চবি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম সবচেয়ে বেশি আসতো। আমাদের অনেক ত্যাগ স্বীকার করে আজকে এখানে আসতে হয়েছে। নেতা আমাদেরকে সার্বিক নির্দেশনা দিয়ে সবসময় সহযোগিতা করেন এবং খবর রাখেন। আমাদেরও যথেষ্ট ভরসা আছে নেতার প্রতি।

এতে আরও বক্তব্য রাখেন, শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, রুমেল হোসেন, সাদেক হোসেন টিপু, মারুফ ইসলাম, নেছারুল করিম, ইয়াছির আরাফাত, সৈয়দ আমীর হোসেন, ইমামুদ্দিন ও আলামিন শান্ত, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরাজি সজিব, সাবেক অর্থ সম্পাদক মাহির মোহাম্মদ মাহফুজ, সাবেক উপ-সম্পাদক মুনসুর আবেদীন ও ছাত্রলীগ নেতা পিয়ারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *